লিটন দাস ভেঙে দিলেন সাকিবের রেকর্ড


লিটন দাস। ছবি:সংগৃহীত
নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটি বাংলাদেশের জন্য ছিল দারুণ এক সাফল্য। তবে এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন ওপেনার লিটন দাস। তার ব্যাটিং নৈপুণ্যই বাংলাদেশকে দিয়েছে জয়ের আত্মবিশ্বাস। ফলস্বরূপ সিরিজ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে লিটনের হাতেই।
কেবল পারফরম্যান্সেই নয়, রেকর্ডবইয়েও নাম তুলেছেন লিটন। তিনি ভেঙেছেন সাকিব আল হাসানের টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড। এতদিন সাকিবের দখলেই ছিল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ফিফটির কীর্তি, যা ছিল ১৩টি। এবার লিটন সিরিজে দুটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ফিফটির সংখ্যা দাঁড় করালেন ১৪-তে। ফলে তালিকার শীর্ষে জায়গা করে নিলেন তিনি।
এখানেই শেষ নয়। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে চারটি ছক্কা হাঁকিয়ে আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন লিটন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনিও। সমান ৩১টি ছক্কা রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নামেও। ফলে দুইজন যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন।
অবাক করার বিষয় হলো, সিরিজ শুরুর আগে লিটনের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে তিনি ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। তিন ম্যাচে ১৪৫ রান তুলে দলকে সিরিজ জয় এনে দিয়েছেন এবং হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
আরও একটি রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন লিটন। বাংলাদেশের অধিনায়ক হিসেবে এটি তার টানা তৃতীয় সিরিজ জয়, যা দেশের ক্রিকেট ইতিহাসে অভূতপূর্ব কীর্তি। তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে তিনি ভিন্ন মত প্রকাশ করেন। ম্যাচ শেষে সাক্ষাৎকারে লিটন বলেন, “আমি কখনও রেকর্ডের জন্য খেলি না। যদি রেকর্ডের পেছনে ছুটতাম, হয়তো আরও অনেক কিছু করতে পারতাম। আমি শুধু দলের জন্য ইতিবাচকভাবে খেলতে চাই।