রেকর্ড দামে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ


আইপিএল নিলামে রেকর্ড দামে দল পাওয়ার পর মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
আইপিএল নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। নিলাম কক্ষে মোস্তাফিজকে ঘিরে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলেও শেষ দিকে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যেই মূল প্রতিযোগিতা গড়ে ওঠে। দ্রুত গতির কাটার ও ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের কারণে মোস্তাফিজকে দলে নিতে বড় অঙ্ক খরচ করতে রাজি হয় কলকাতা।
এই নিলামের মাধ্যমে আইপিএলে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ দলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন। প্রতিটি দলে খেলার অভিজ্ঞতা তাকে একজন পরিপক্ব টি-টোয়েন্টি বোলার হিসেবে গড়ে তুলেছে।
আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। বিশেষ করে পাওয়ারপ্লে ও শেষ ওভারে তার বৈচিত্র্যময় বোলিং প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বরাবরই চ্যালেঞ্জ তৈরি করেছে।
কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে মোস্তাফিজ এবার মাঠে নামবেন সাকিব আল হাসানের সাবেক দলের জার্সিতে। নতুন দলে তার ভূমিকা নিয়ে ইতোমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দলের বোলিং আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ শক্তি যোগ করবেন বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।
রেকর্ড দামে দল পাওয়া মোস্তাফিজুর রহমানের জন্য যেমন ব্যক্তিগত সাফল্য, তেমনি বাংলাদেশের ক্রিকেটের জন্যও গর্বের মুহূর্ত। আসন্ন আইপিএল মৌসুমে কলকাতার হয়ে তার পারফরম্যান্সের দিকে এখন তাকিয়ে পুরো ক্রিকেটপ্রেমী বাংলাদেশ।










