রিয়াল মাদ্রিদ তারকার সম্ভাব্য দলবদলে নতুন মোড়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ আগস্ট, ২০২৫ এ ৮:৩৩ এএম
জোসে মরিনিয়ো। ছবি : সংগৃহীত

জোসে মরিনিয়ো। ছবি : সংগৃহীত

তিনি একটা সময় ছিলেন রিয়াল মাদ্রিদের ডাগআউটে। সেই জোসে মরিনিয়ো এখন আছেন তুরস্কের ক্লাব ফেনারবাচেতে। তবে রিয়াল মাদ্রিদের ওপর থেকে চোখ সরাননি তিনি। তার সাবেক ক্লাবের তারকা খেলোয়াড় ব্রাহিম দিয়াজকে এবার ভাগিয়ে নিয়ে যেতে চাইছেন তুরস্কে।

রিয়ালের ফরোয়ার্ড লাইনের অন্যতম মুখ ২৫ বছর বয়সী মরক্কোর এই ফুটবলারকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মরিনিয়ো। তুরস্কের সংবাদমাধ্যমে বলা হয়েছে, মরিনিয়ো নাকি ফেনারবাচে ক্লাব কর্তৃপক্ষকে ‘ব্যক্তিগতভাবে অনুরোধ’ করেছেন যেন তারা দিয়াজকে দলে নেয়।

ধারণা করা হচ্ছে, রিয়াল মাদ্রিদ গ্রীষ্মকালীন দলবদলে এক বা একাধিক খেলোয়াড় বিক্রি করতে পারে। সেই সুযোগে মরিনিয়োর ক্লাব ফায়দা নিতে চায়। তবে সমস্যা হলো, দিয়াজ রিয়াল ছাড়ার কোনো ইঙ্গিত দিচ্ছেন না। বরং তার নতুন চুক্তি স্বাক্ষরের গুঞ্জন শোনা যাচ্ছে।

ব্রাহিম দিয়াজ আগেও এসি মিলানে তিন মৌসুম ধারে খেলেছেন। ২০২৩ সাল থেকে রিয়ালে নিয়মিত খেলা শুরু করেন তিনি। গত মৌসুমে ৫৬ ম্যাচে ৬ গোল করেছেন এই ফরোয়ার্ড। তবে নতুন চুক্তি হলে ফেনারবাচের জন্য তাকে দলে নেওয়া আর্থিকভাবে অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে।

আগামী মৌসুমে তার খেলার সময় কিছুটা কমে যেতে পারে, কারণ রিয়াল ইতিমধ্যে দলে নিয়েছে তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে। সেইসঙ্গে আরদা গুলের মতো উদীয়মান তারকাও এখন রিয়ালের ভবিষ্যতের ভিত্তি হিসেবে গড়ে উঠছে।

সব মিলিয়ে মরিনিয়োর চাওয়া হয়তো অপূর্ণই থেকে যাবে। এখন দেখার বিষয়, ফেনারবাচে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়—চেষ্টা চালিয়ে যায়, না কি এখানেই থেমে যায়।