মেসিকে ছাড়িয়ে সর্বোচ্চ আয় করা অ্যাথলেট রোনালদো


পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বখ্যাত স্পোর্টস বিজনেস ওয়েবসাইট স্পোর্তিকো প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মাঠের সাফল্যের পাশাপাশি আয়ের দিক থেকেও তিনি প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পেছনে ফেলেছেন।
স্পোর্তিকোর প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর মোট বার্ষিক আয় দাঁড়িয়েছে ২৬০ মিলিয়ন ডলার। এই আয়ের মাধ্যমে তিনি তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও ছাড়িয়ে গেছেন। মেসির বার্ষিক আয় যেখানে ১৩০ মিলিয়ন ডলার, সেখানে রোনালদোর আয় ঠিক দ্বিগুণ।
রোনালদোর আয়ের বড় অংশ আসে সৌদি আরবের ক্লাব আল-নাসর থেকে পাওয়া বেতন বাবদ। ক্লাব ফুটবল থেকেই তার আয় প্রায় ২০০ মিলিয়ন ডলার। এর বাইরে বিজ্ঞাপন, স্পনসরশিপ এবং বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে তিনি আরও প্রায় ৬০ মিলিয়ন ডলার আয় করেছেন।
এই তালিকায় বড় চমক হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ। রিংয়ে লড়াই করে প্রতি ম্যাচে ৩৫ থেকে ৫০ মিলিয়ন ডলার আয় করা এই বক্সার ব্যবসায়িক ক্ষেত্রেও সফল। মেক্সিকোজুড়ে তার নিজস্ব গ্যাস স্টেশন নেটওয়ার্ক ‘ক্যানেলো এনার্জি’ বর্তমানে শতাধিক স্টেশনে বিস্তৃত।
ইন্টার মিয়ামির অধিনায়ক লিওনেল মেসি তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। তার মোট বার্ষিক আয় ১৩০ মিলিয়ন ডলার হলেও রোনালদোর সঙ্গে ব্যবধান এখনও বেশ বড়।
ফুটবলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন আরও একজন। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ১১৫ মিলিয়ন ডলার আয় করে সপ্তম অবস্থানে রয়েছেন। এছাড়া কিলিয়ান এমবাপ্পে ৯৫ মিলিয়ন ডলার আয় করে তালিকার দ্বাদশ স্থানে এবং আর্লিং হালান্ড ৭৭ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় নিয়ে আছেন ১৮তম স্থানে।
স্পোর্তিকোর তথ্যমতে, আটটি ভিন্ন খেলার ১০০ জন তারকাকে নিয়ে তৈরি এই তালিকায় মোট আয় ছাড়িয়েছে ৬ বিলিয়ন ডলার। তবে বয়স বাড়লেও মাঠে ও মাঠের বাইরে প্রভাব ধরে রেখে আবারও প্রমাণ করলেন—আয়ের রাজত্বে এখনো একক শাসক ক্রিশ্চিয়ানো রোনালদো।










