মাহবুব আলী জাকিরের মৃত্যুতে বাংলাদেশের ক্রিকেটে শোক


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রয়াত কোচ মাহবুব আলী জাকির জানাজায় শোকার্ত ক্রিকেটার ও কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
বিপিএলের দ্বিতীয় দিনে হৃদয়বিদারক ঘটনায় না ফেরার দেশে চলে যান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে।
সহকারী কোচের মৃত্যুর শোক বুকে নিয়েই রাজশাহীর বিপক্ষে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। আবেগঘন সেই ম্যাচে ৫ উইকেটের জয় পায় দলটি। ম্যাচ শেষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন জয়টি উৎসর্গ করেন প্রয়াত কোচ মাহবুব আলী জাকির স্মৃতির প্রতি।
ম্যাচ শেষ হওয়ার পরই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কোচ জাকির প্রথম জানাজা। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি উপস্থিত ছিলেন জাকিরের দীর্ঘদিনের সহকর্মী ও সতীর্থ কোচরাও।
প্রিয় কোচকে শেষবারের মতো দেখতে এসে আবেগ ধরে রাখতে পারেননি জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। জানাজার সময় কান্নায় ভেঙে পড়েন তারা। শোকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন ও রাজিন সালেহসহ ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখগুলো।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রয়াত কোচের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি বলেন, জাকি বাংলাদেশের ক্রিকেটে নীরবে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
মাহবুব আলী জাকি ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের কোচিং প্যানেলের সদস্য ছিলেন। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে তা সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মেন্টর হিসেবেও কাজ করেছেন এই অভিজ্ঞ কোচ। তার আকস্মিক মৃত্যু বাংলাদেশের ক্রিকেটে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।










