মাদ্রাসার ছাত্রদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বিসিবির


বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ সম্মেলনে মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্টের ঘোষণা দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত কমিটি প্রথম সভাতেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। স্কুল ক্রিকেটের মতো এবার দেশের মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের জন্যও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত বিসিবির প্রথম বোর্ড সভায় নবনির্বাচিত পরিচালকদের মধ্যে ২৩টি স্থায়ী কমিটির প্রধান নির্বাচন করা হয়। একইসঙ্গে, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট জনপ্রিয় করতে একটি বিশেষ উদ্যোগ নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। আমরা চাই, সেখান থেকেও যেন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে। সেই সুযোগ সৃষ্টির জন্যই আমরা আলাদা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছি।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ছোট ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা চলছে। “এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রথমে ১০ ওভারের ম্যাচ আয়োজন করা হতে পারে,” বলেন বিসিবি সভাপতি।
বিসিবি সূত্রে জানা গেছে, নামাজের সময়সূচি ও শিক্ষার্থীদের পড়াশোনার কথা বিবেচনায় রেখে মাগরিবের আগ পর্যন্ত এই আসরের খেলা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। খুব শিগগিরই পাইলট প্রজেক্ট হিসেবে কয়েকটি বিভাগে টুর্নামেন্ট শুরু করার সম্ভাবনা রয়েছে।