বাবর আজমকে দলে ফেরানোর পরিকল্পনা পিসিবির


এশিয়া কাপে না খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে টি-টোয়েন্টি দলে ফিরছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ছবি : সংগৃহীত
এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা এখন সমালোচনার কেন্দ্রবিন্দু। ফাইনালে পৌঁছাতে মূল অবদান রেখেছেন বোলাররা, তবে ব্যাটিং লাইনআপ ছিল ছন্নছাড়া। এমনকি বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ১৩৫ রানের বেশি তুলতে পারেনি তারা।
এমন পরিস্থিতি আগে থেকেই নজরে এনেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্ট চলাকালে টিম ম্যানেজমেন্ট প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে দলে ফেরানোর পরিকল্পনাও করে। তবে দলের মধ্যে কোনো ইনজুরি না থাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সেই অনুরোধে সাড়া দেয়নি। ফলে এশিয়া কাপে তার খেলা হয়নি।
তবে সবকিছু ঠিক থাকলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে আবারও টি-টোয়েন্টি দলে দেখা যেতে পারে বাবরকে। আগামী মাসে পাকিস্তান সফরে প্রোটিয়ারা খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। ব্যাটিং ব্যর্থতার কারণে গত বছর ডিসেম্বরের পর থেকে টি-টোয়েন্টি দলে ছিলেন না বাবর। নতুনদের ব্যর্থতায় সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই তিনি প্রত্যাবর্তনের সুযোগ পাচ্ছেন।
বর্তমানে ব্যক্তিগত কাজে দুবাইয়ে অবস্থান করছেন বাবর আজম। সম্প্রতি ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেভিন পিটারসেনের সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবির ক্যাপশনে ইঙ্গিত দেওয়া হয়েছে, নতুন কোনো প্রকল্পে একসঙ্গে কাজ করতে পারেন তারা।