বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার


এশিয়া কাপে বিজয়ী হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টা ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য উদযাপনে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সোমবার (৭ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গত বুধবার মিয়ানমারকে হারিয়ে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকারসহ লাল-সবুজের প্রতিনিধিরা। নারী ও পুরুষ মিলিয়ে এশিয়ান কাপে এটি মাত্র দ্বিতীয়বার বাংলাদেশের অংশগ্রহণ। এর আগে ১৯৮০ সালে কুয়েতে আয়োজিত আসরে একবার খেলেছিল পুরুষ দল।
ইয়াঙ্গুনে অনুষ্ঠিত বাছাইপর্বে ‘সি’ গ্রুপে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। সবগুলো ম্যাচে জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। দলটি ১৬টি গোল করলেও হজম করেছে মাত্র একটি।
প্রথম ম্যাচেই ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ও র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে। শেষ ম্যাচে ১৩ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানকে ৭-০ ব্যবধানে পরাজিত করে বাছাইপর্ব শেষ করে পিটার বাটলারের দল।
আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের মূল পর্ব। ১২ দলের টুর্নামেন্টে ইতোমধ্যে ১১টি দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো—স্বাগতিক অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।