টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী রশিদ খানের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:৩৬ এএম
আফগান অধিনায়ক রশিদ খান। ছবি: সংগৃহীত

আফগান অধিনায়ক রশিদ খান। ছবি: সংগৃহীত

সময়টা রশিদ খানের জন্য মোটেও শুভ যাচ্ছিল না। দ্য হান্ড্রেডে ব্যর্থতার দায়ে গড়েছিলেন এক অপ্রত্যাশিত রেকর্ড। তবে এশিয়া কাপের আগে তিনি যেন নতুন বার্তা দিলেন ক্রিকেটবিশ্বকে। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে গড়ে ফেললেন এক বিশ্বরেকর্ড।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে রশিদ খান মাত্র ২১ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট। এ নিয়ে তার মোট উইকেট সংখ্যা দাঁড়াল ১৬৫-এ। এর মাধ্যমে তিনি টপকে গেলেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে, যার ছিল ১৬২ উইকেট। ফলে রশিদ খান এখন টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার।

এই রেকর্ড গড়ার রাতে আফগানিস্তানও পায় দারুণ জয়। প্রথমে ব্যাট করে দলটি সংগ্রহ করে ১৮৮ রান। জবাবে আমিরাত দুই উইকেটে ৯০ রানে ভালো অবস্থায় থাকলেও শেষ পর্যন্ত রশিদের দুর্দান্ত বোলিংয়ে ২০ ওভারে থেমে যায় ১৫০ রানে। আফগানিস্তান জয় পায় ৩৮ রানে।

টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রশিদ খান আর টিম সাউদির পাশাপাশি আছেন দুই বাংলাদেশি তারকা। সাকিব আল হাসানের দখলে রয়েছে ১৪৯ উইকেট, আর মোস্তাফিজুর রহমানের রয়েছে ১৪২ উইকেট। নিউজিল্যান্ডের আরেক লেগ স্পিনার ইশ সোধিও এই তালিকার শীর্ষ পাঁচে রয়েছেন ১৫০ উইকেট নিয়ে।

রশিদের এই রেকর্ড শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসেও যোগ করেছে নতুন মাইলফলক। এশিয়া কাপের আগে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে দলকে দেবে বাড়তি আত্মবিশ্বাস।