এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু?


ছবি : সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরে ওঠা নিয়ে এখনো আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে বাংলাদেশ। যদিও হংকং শেষ মুহূর্তে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সেই পথটা কিছুটা কঠিন হয়ে গেছে। তবুও আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে টাইগারদের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।
বাংলাদেশের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো—আজকের ম্যাচে জয় নিশ্চিত করতে হবে। তবে আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়। উপরন্তু ম্যাচের ভেন্যুটি আফগানদের জন্য অনেকটা ‘হোম গ্রাউন্ড’ হিসেবে কাজ করবে। ফলে টাইগারদের জন্য ম্যাচটা যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।
কিন্তু শুধুমাত্র জয় যথেষ্ট নয়। সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকেও, যেখানে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা যদি জয় পায়, তবে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সহজেই যাবে সুপার ফোরে। সে ক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেই যথেষ্ট হবে।
অন্যদিকে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারায়, তবে সমীকরণ হবে জটিল। তখন বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা—তিন দলের পয়েন্টই হবে ৪। সেই অবস্থায় এগিয়ে আসবে রান রেটের হিসাব। বর্তমানে রান রেটে বাংলাদেশ পিছিয়ে থাকায় টাইগারদের বড় ব্যবধানে জয়ের বিকল্প থাকবে না।
সবশেষে যদি বাংলাদেশ আজ হেরে যায়, তবে সব সমীকরণই হবে অর্থহীন। কারণ তাদের পয়েন্ট তখন থাকবে ২, আর শ্রীলঙ্কা ও আফগানিস্তান যেই জিতুক না কেন, উভয় দলেরই পয়েন্ট হবে ৪। ফলে টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।










