এমবাপ্পের পেনাল্টিতে জয়ে ফিরল রিয়াল, জমে উঠল লা লিগ


লেভান্তের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর উচ্ছ্বাস প্রকাশ করছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে নিষ্প্রভ খেললেও দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোল ঘুরে দাঁড়ানোর পথ দেখায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শিরোপা দৌড়ে আরও কাছাকাছি পৌঁছায় কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের প্রথমার্ধে রিয়ালের খেলায় ছিল না পরিচিত ছন্দ। আক্রমণে গতি ছিল ধীর, গোলের মতো স্পষ্ট সুযোগও তৈরি করতে পারেনি দলটি। ঘরের মাঠ হলেও গ্যালারির পরিবেশ ছিল উত্তপ্ত। সমর্থকদের বড় একটি অংশ খেলোয়াড়দের পাশাপাশি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের দিকেও দুয়ো ছুড়ে অসন্তোষ প্রকাশ করেন।
বিরতির পর দৃশ্যপট বদলে যায়। আক্রমণের ধার বাড়াতে শুরু করে রিয়াল। একপর্যায়ে বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। দায়িত্ব নেন কিলিয়ান এমবাপ্পে। ঠান্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে পাঠান তিনি। এই গোলেই আত্মবিশ্বাস ফিরে পায় রিয়াল মাদ্রিদ।
গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় রিয়াল। লেভান্তের রক্ষণ চাপে পড়ে যায় বারবার। ম্যাচের শেষভাগে কর্নার থেকে আসে দ্বিতীয় গোল। নিখুঁত জায়গায় উপস্থিত থেকে হেডে বল জালে পাঠান রাউল আসেনসিও, নিশ্চিত হয় রিয়ালের জয়।
এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল মাদ্রিদ। শিরোপা দৌড় আরও জমে উঠেছে। এখন বার্সেলোনার পরের ম্যাচের দিকেই তাকিয়ে আছে মাদ্রিদ শিবির।
আগামীকাল রাতে বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে। সেই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে লিগের শীর্ষস্থানের সমীকরণ। শিরোপা লড়াইয়ে উত্তেজনা যে আরও বাড়ছে, তা বলাই যায়।










