একদিনের সফরে বিশ্বকাপের সোনালি ট্রফি আজ আসছে ঢাকায়


ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি। ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি আজ (বুধবার) একদিনের ঝটিকা সফরে ঢাকায় আসছে। ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে সকালে ঢাকায় পৌঁছাবে ট্রফিটি। এ সময় ট্রফির সঙ্গে থাকবেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক মিডফিল্ডার ও আর্সেনাল তারকা গিলবার্তো সিলভা।
সংক্ষিপ্ত এই সফরে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান পাকিস্তান ও ভারত হয়ে বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে ট্রফিটি গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এরপর কড়া নিরাপত্তায় ট্রফিটি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিয়ে যাওয়া হবে।
তবে সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য এবারও ট্রফি দেখার সুযোগ সীমিত থাকছে। ২০২২ সালের মতো কোনো কনসার্ট বা উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন রাখা হয়নি। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্ধারিত বিজয়ীরাই বিকেলে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ঘরোয়া লিগ চলমান থাকায় নারী ও পুরুষ জাতীয় দলের অন্যান্য ফুটবলারদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, “খেলোয়াড়দের উপস্থিতির বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমাদের জানানো হয়েছে, ট্রফি সকালে আসবে এবং সভাপতির মাধ্যমে গ্রহণ করা হবে। এরপর সীমিত সময়ের জন্য একটি সংক্ষিপ্ত সেশন থাকতে পারে।”
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের এবারের যাত্রা শুরু হয় সৌদি আরবের রিয়াদে, যেখানে ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো ট্রফি উন্মোচন করেন। এবারের সফরে ট্রফিটি বিশ্বের ৭৫টি দেশ ঘুরবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ৪৮ দলের বিশাল বিশ্বকাপের আগে এই বিশ্বভ্রমণ আয়োজন করা হয়েছে।
ঢাকায় মাত্র একদিন অবস্থানের পর আজ রাতেই বিশ্বকাপ ট্রফি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করবে। বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশের উপস্থিতি না থাকলেও, সোনালি ট্রফির এই সংক্ষিপ্ত সফর দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ আবেগ ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।










