ইংল্যান্ড সফরে উড়াল দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল


ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এবার নতুন অভিযানে নামছে। রোববার (৩১ আগস্ট) রাতে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দলটি ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে। সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুব টাইগাররা।
সিরিজটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে, যেখানে কন্ডিশনের ভিন্নতা যুবাদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।
এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। এবার ইংল্যান্ডের মাটিতে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় রয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ক্রিকেট বোদ্ধাদের প্রত্যাশা, এ সফর থেকে দলটি আরও পরিণত হয়ে ফিরবে।
দলে রয়েছেন প্রতিভাবান ব্যাটার ও বোলারদের সমন্বয়। স্কোয়াডে আছেন জাওয়াদ আবরার, অধিনায়ক আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন ও ফারহান শাহরিয়ার।
এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি ও মোহাম্মদ সবুজ। দল ব্যবস্থাপনা জানিয়েছে, ইংল্যান্ড সফরকে সামনে রেখে সব খেলোয়াড় কঠোর পরিশ্রম করেছেন এবং সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছেন।