আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ তথ্য উপদেষ্টাকে: আসিফ নজরুল


ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের পদক্ষেপ নিতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ করেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের মুখে পড়ে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন আসিফ নজরুল। এই ঘটনাকে তিনি বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য চরম অবমাননাকর বলে মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এটি কেবল একজন ক্রিকেটারের প্রতি নয়, পুরো বাংলাদেশের প্রতিই অসম্মান।
ক্রীড়া উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন, যেন তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পুরো বিষয়টি লিখিতভাবে ব্যাখ্যা করে। একই সঙ্গে বোর্ডকে জানাতে বলা হয়েছে, যেখানে চুক্তিবদ্ধ হয়েও একজন বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে নিরাপদ নন, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।
ড. আসিফ নজরুল আরও জানান, তিনি বিসিবিকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলংকায় আয়োজনের অনুরোধ জানাতে নির্দেশ দিয়েছেন। তার মতে, খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।
এছাড়া তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার বন্ধের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেছেন বলে জানান। বিষয়টি নিয়ে সরকারিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্ক আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সরকারের পক্ষ থেকে নেওয়া কঠোর অবস্থান বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।









