পিএসএলে মোস্তাফিজসহ ১০ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন


পিএসএলের জন্য নিবন্ধন করা বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নিবন্ধন করেছেন। তাঁর সঙ্গে আরও নয়জন বাংলাদেশি ক্রিকেটার এই ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য নাম জমা দিয়েছেন। পিএসএলের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।
আইপিএল থেকে নাটকীয়ভাবে দল ছাড়ার পর মোস্তাফিজের পিএসএলে নাম লেখানো নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা আরও তীব্র হয়েছে। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিলেও, ভারতের কয়েকটি চরমপন্থী গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে ছাড়তে নির্দেশ দেয়। এই ঘটনার পরই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যু সামনে আসায়, আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে উদ্বেগ আরও বেড়ে যায়। এর প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার বিষয়টি তুলে ধরে আইসিসিকে চিঠি দেয় এবং ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনা বিবেচনার অনুরোধ জানায়। এ বিষয়ে বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা চলমান রয়েছে।
এর মধ্যেই গত ৬ জানুয়ারি রাতে পিএসএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজুর রহমানকে স্বাগত জানায়। পরে পাকিস্তানি গণমাধ্যম নিশ্চিত করে, পিএসএলের জন্য নিবন্ধন করা ১০ জন বাংলাদেশি ক্রিকেটারের একজন তিনি।
মোস্তাফিজের পাশাপাশি পিএসএলে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। আগের মৌসুমে রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন এবং দলটি তখন শিরোপা জেতে।
গত মৌসুমে লিটন দাস করাচি কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, আর তরুণ পেসার নাহিদ রানা ছিলেন পেশোয়ার জালমির স্কোয়াডে। তবে ইনজুরির কারণে লিটন দ্রুত দেশে ফিরে আসেন এবং নাহিদ রানা কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।




