নারীদের অধিকার রক্ষা

নোবেলজয়ী মালালা ইউসুফজাই এবার বিনিয়োগ করবেন খেলাধুলায়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ জুন, ২০২৫ এ ৫:২৭ এএম
নোবেলজয়ী মালালা ইউসুফজাই এবার বিনিয়োগ করবেন খেলাধুলায়

পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই এবার খেলাধুলার মাধ্যমে নারীদের অধিকার রক্ষায় এগিয়ে এলেন। তিনি নতুন একটি বৈশ্বিক উদ্যোগ চালু করেছেন, যার নাম ‘রি-সেস’। এই উদ্যোগের লক্ষ্য নারী ও কিশোরীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো এবং এই খাতে বিনিয়োগ উৎসাহিত করা।

লন্ডনে আয়োজিত ‘বিলি জিন কিং পাওয়ার অব উইমেন’স স্পোর্টস সামিট’-এ ‘রি-সেস’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেখানে মালালার সঙ্গে ছিলেন খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্বরা, যারা নারীদের খেলাধুলায় অধিক সুযোগ তৈরির পক্ষে কাজ করছেন।

মালালার নিজের অভিজ্ঞতা—যেখানে তিনি পাকিস্তানে বেড়ে ওঠার সময় খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণে বাধার সম্মুখীন হয়েছিলেন—সেই অভিজ্ঞতা থেকেই এই উদ্যোগের প্রেরণা এসেছে।

সিএনএনের সঙ্গে মালালার একটি সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ডন জানায়, সোয়াতে নিজের স্কুলজীবনে খেলায় মেয়েদের অংশ নেওয়ার সীমিত সুযোগ তাকে পীড়িত করত। তিনি বলেন,
“স্কুলে দেখেছি, টিফিনের সময় ছেলেরা মাঠে যেত ক্রিকেট খেলতে, আর মেয়েরা ক্লাসে বসে থাকত।”
মালালা যোগ করেন, “তখনই বুঝতে পারি, ক্রীড়ায় মেয়েদের সুযোগ পাওয়া সহজ নয়।”

তার অভিমত, মেয়েদের খেলায় পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে। এতে তাদের অংশগ্রহণের সম্ভাবনা অনেক কমে যায়। তাই স্বামীকে সঙ্গে নিয়ে মেয়েদের খেলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করতে এই খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নোবেলজয়ী এই সমাজকর্মী। মালালা মেয়েদের ক্রীড়ামনস্ক করে তুলতে অন্যদেরও এই খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

‘রি-সেস’ যৌথভাবে গড়ে তুলেছেন মালালা ও তাঁর স্বামী আসার মালিক, যিনি পেশাদার ক্রিকেট ব্যবস্থাপনায় অভিজ্ঞ। এই উদ্যোগের লক্ষ্য শুধু সামাজিক পরিবর্তন নয়, বরং এটি একটি বিনিয়োগ-ভিত্তিক মডেল, যা নারীদের খেলাধুলাকে একটি লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

উল্লেখযোগ্যভাবে, ‘রি-সেস’-এর পরামর্শক হিসেবে রয়েছেন কিংবদন্তি টেনিস তারকা বিলি জিন কিং এবং ইলানা ক্লস, যারা বহুদিন ধরে নারীদের ক্রীড়া ক্ষেত্রে পেশাদার বিনিয়োগ ও সমর্থনের পক্ষে কাজ করছেন। মালালা ও আসার জানিয়েছেন, তারা ন্যাশনাল উইমেন’স সকার লিগ এবং উইমেন’স ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে বিনিয়োগে আগ্রহী। কারণ, এই দুই লিগ ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে এবং ভবিষ্যতে আরও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

 

আজকের প্রথা/এআর