৩৯ বলে সেঞ্চুরি! আবারও বিধ্বংসী রূপে ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই, ২০২৫ এ ২:৪৪ এএম
৩৯ বলে সেঞ্চুরি! আবারও বিধ্বংসী রূপে ডি ভিলিয়ার্স

অস্ত্র জমা দিয়েছেন, ট্রেনিং নয়’—এই কথাটিরই যেন জীবন্ত প্রমাণ এবি ডি ভিলিয়ার্স।
২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও ব্যাটিংয়ের খিদে কমেনি দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়কের। বরং বছর ঘুরতেই আরও আগ্রাসী রূপে ফিরেছেন তিনি। আর ফিরেই একটার পর একটা ম্যাচে রানবন্যা বইয়ে দিয়েছেন।

 

৩৯ বলে সেঞ্চুরি, ১২৩ রানের ঝড়ো ইনিংস

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামেন ডি ভিলিয়ার্স। আর নামার পরই যেন মাঠে নেমে আসে তাণ্ডব। ব্রেট লি ও পিটার সিডলদের সামনেই খেলেছেন ৪৬ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস।

৩৯ বলেই ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি

৮টি বিশাল ছক্কা ও ১৫টি চারে সাজানো ইনিংস

স্ট্রাইকরেট: ২৬৭.৩৯

সিডলের বলে আউট হওয়ার আগে ব্যাটে তুলে নেন বাউন্ডারি ঝড়

 

🇿🇦 ডি ভিলিয়ার্সে ভর করে প্রোটিয়াদের রানের পাহাড়

এই ঝড়ো ইনিংসের ওপর ভর করেই দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস তোলে ৬ উইকেটে ২৪১ রান। জবাবে ব্রেট লির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ১৪৬ রানে। ফলে ম্যাচ জেতে ৯৫ রানের বিশাল ব্যবধানে

 

সতর্কবার্তা দিয়ে ফিরেছেন ‘মিস্টার ৩৬০’

এই নিয়ে টানা তিন ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করলেন ডি ভিলিয়ার্স।

ইংল্যান্ডের বিপক্ষে: ৪১ বলে সেঞ্চুরি, শেষ পর্যন্ত ৫১ বলে ১১৬*

ভারতের বিপক্ষে: অপরাজিত ৬১ রান

অস্ট্রেলিয়ার বিপক্ষে: ৪৬ বলে ১২৩ রান

৪১ বছর বয়সেও এমন ফর্মে থাকাটা কেবল ব্যতিক্রমই নয়, প্রেরণাও বটে।

 

আজকের প্রথা/ফা-আ