মুশফিককে পেতে ১ কোটি দিতেও প্রস্তুত ছিল রাজশাহী


বিপিএল নিলামে ভিত্তিমূল্যে রাজশাহী ওয়ারিয়র্স দলে যোগ দেন মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত
বিপিএলের নিলামে অবিক্রিত থাকার পরও জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে যে কোনো মূল্যে দলে টানার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। নিলামের পর সোমবার প্রধান কোচ হান্নান সরকার জানিয়েছেন, প্রয়োজন হলে মুশফিকের জন্য ১ কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত ছিলেন তারা।
রোববার অনুষ্ঠিত বিপিএলের খেলোয়াড় নিলামে শুরুতে বিক্রি না হওয়া ক্রিকেটারদের তালিকায় ছিলেন মুশফিকুর রহিম। পরে ভিত্তিমূল্যের ২০ লাখ টাকায় তাকে দলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। কোচ হান্নান সরকারের ভাষ্যে, নিলামের প্রথম ধাপেই পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড় জোগাড় করতে না পারায় পরের ধাপে মুশফিককে নেওয়ার সিদ্ধান্ত দৃঢ় হয়।
হান্নান সরকার বলেন, নিলামের প্রাথমিক পরিকল্পনায় মুশফিক ছিলেন না। তবে প্রয়োজনীয় খেলোয়াড় না পাওয়ায় পরবর্তী ধাপগুলোতে দল গঠনের কৌশলে পরিবর্তন আনতে হয়। তখনই তারা বুঝতে পারেন, মুশফিকের মতো মানসম্পন্ন ক্রিকেটারকে পাওয়ার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।
তিনি আরও জানান, নিলামের শেষদিকে অন্য যে খেলোয়াড়রা অবশিষ্ট ছিলেন, তাদের কেউই মুশফিকের সমপর্যায়ের ছিলেন না। তরুণদের নিয়ে পরিকল্পনা থাকলেও অভিজ্ঞতা ও নির্ভরযোগ্যতার জায়গায় মুশফিকই ছিল রাজশাহীর প্রথম পছন্দ। এজন্য প্রয়োজনে অতিরিক্ত ব্যয় করতেও প্রস্তুত ছিলেন তারা।
হান্নান জানান, নিলামের শেষ মুহূর্তে যদি প্রতিযোগিতা বাড়ত, তবে মুশফিককে দলে ভেড়াতে ১ কোটি টাকা পর্যন্ত যেতেও রাজশাহী প্রস্তুত ছিল। তবে শেষ পর্যন্ত কম মূল্যে মুশফিককে পাওয়া তাদের জন্য সৌভাগ্যের বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে দল গঠনের পর রাজশাহী ওয়ারিয়র্স মুশফিককে ঘিরে নতুন কৌশল সাজাচ্ছে। দলীয় পরিকল্পনায় অভিজ্ঞ এই উইকেটরক্ষক–ব্যাটার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তা পরিষ্কার করে জানিয়েছেন কোচ।









