বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আইসিসির চিঠিতে তিন ঝুঁকির ইঙ্গিত


ICC : ছবি সংগৃহীত
ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তিনটি সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের আইপিএল থেকে ‘নিরাপত্তাজনিত কারণে’ বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর এই উদ্বেগ আরও জোরালো হয়েছে। বিষয়টি নিয়ে বিসিবির অনুরোধের পরিপ্রেক্ষিতে আইসিসির নিরাপত্তা বিভাগ ঝুঁকি মূল্যায়ন করে এই চিঠি পাঠায় বলে জানিয়েছে বিবিসি বাংলা।
আইসিসির পাঠানো ই-মেইলের শুরুতেই ৩ জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, নিরাপত্তা শঙ্কার কারণে বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে অন্য কোনো দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির অনুরোধ এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।
চিঠিতে বাংলাদেশ দলের ভারত সফরসংক্রান্ত ঝুঁকি চারটি আলাদা বিষয়ের আলোকে মূল্যায়ন করা হয়েছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এটি আইসিসির প্রচলিত ‘স্ট্যান্ডার্ড রিস্ক অ্যাসেসমেন্ট ক্যাটাগোরাইজেশন’, যেখানে সাধারণত ভেন্যু পরিবর্তনের মতো বড় সিদ্ধান্তের সুপারিশ করা হয় না।
ঝুঁকি মূল্যায়নের প্রথম বিষয়টি ছিল মুস্তাফিজুর রহমানকে ঘিরে। আইসিসির মতে, পুরো বিশ্বকাপ আসরের জন্য ঝুঁকির মাত্রা ‘মডারেট’ বা মাঝারি হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ‘মডারেট টু হাই’, অর্থাৎ মাঝারি থেকে উচ্চ মাত্রার। বিশেষ করে মুস্তাফিজ দলের সঙ্গে থাকলে ঝুঁকি বাড়তে পারে—এমন মন্তব্য করা হয়েছে, যদি এতে ‘ধর্মীয় উগ্রপন্থার’ কোনো উপাদান যুক্ত হয়।
প্রাথমিক এই মূল্যায়নের পর বাংলাদেশ দলের জন্য আলাদা করে আরেক দফা ঝুঁকি বিশ্লেষণ করা হয়। সেখানে বাংলাদেশের ঝুঁকির মাত্রা আবারও ‘মডারেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তা বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
চিঠিতে বাংলাদেশ দলের নির্ধারিত ম্যাচগুলোর নিরাপত্তা পরিস্থিতিও বিশ্লেষণ করা হয়েছে। সূচি অনুযায়ী, বেঙ্গালুরুতে একটি ওয়ার্মআপ ম্যাচ এবং কোলকাতায় তিনটি ও মুম্বাইয়ে একটি গ্রুপ পর্বের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষ ও ম্যাচের সময় বিবেচনায় এসব ম্যাচে ঝুঁকির মাত্রা ‘মিডিয়াম-লো’, অর্থাৎ মাঝারি থেকে কম বলে উল্লেখ করেছে আইসিসি।
এ ক্ষেত্রে বিসিসিআইয়ের এক কর্মকর্তা সি ভি মুরালিধরের মূল্যায়নের কথাও তুলে ধরা হয়েছে। তার মতে, সাম্প্রতিক ঘটনাবলীর পরেও নিরাপত্তা ঝুঁকির সামগ্রিক চিত্রে কোনো পরিবর্তন হয়নি এবং বর্তমান পরিকল্পনার মধ্যেই সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলা করা সম্ভব।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় শুরু হওয়া বিতর্ক বিশ্বকাপের নিরাপত্তা ইস্যুকে নতুন করে আলোচনায় এনেছে। আইসিসির চিঠিতে বড় ধরনের বিপদের আশঙ্কা না থাকলেও বাংলাদেশের জন্য তুলনামূলক বেশি ঝুঁকির কথা স্বীকার করা হয়েছে। এখন বিসিবি ও আইসিসির পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।










