বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধে আজ ঢাকায় আসছেন - মার্শাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫ এ ৪:৪৫ এএম
দুর্নীতি রোধে বিসিবিতে আইসিসির সাবেক কর্মকর্তা । ছবি : সংগৃহীত

দুর্নীতি রোধে বিসিবিতে আইসিসির সাবেক কর্মকর্তা । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিট দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটকে দুর্নীতি ও ফিক্সিংমুক্ত রাখতে কাজ করে আসছে। তবুও ঘরোয়া টুর্নামেন্টে অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জটিলতা তৈরি হচ্ছে। এ অবস্থায় নতুন উদ্যোগ হিসেবে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিট ম্যানেজার অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

সবশেষ বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধে মার্শালের অভিজ্ঞতা বিসিবির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশেষত তার উপস্থিতি অ্যান্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে যোগ দিয়ে আজ সোমবার তিনি ঢাকায় আসবেন। বাংলাদেশে এসে তিনি ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টসহ অ্যান্টি করাপশন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে একাধিক কর্মশালায় অংশ নেবেন। পাশাপাশি অতীতে ইউনিট কীভাবে কাজ করেছে তার একটি পূর্ণাঙ্গ ধারণা গ্রহণ করবেন।

বিসিবি পরিচালক মিঠু বলেন, “আমরা চাই আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও কার্যকর করতে। এজন্য আইসিসির সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছি। আমরা মনে করি, তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় টুর্নামেন্টগুলোকে দুর্নীতিমুক্ত রাখা সম্ভব হবে।”

উল্লেখ্য, যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করার পর মার্শাল ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন। আইন প্রয়োগ ও অপরাধ দমনে তার দীর্ঘ অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশ্বাস করা হচ্ছে।