নেইমারই বিশ্বকাপ জেতাবেন ব্রাজিলকে: রোনালদিনিও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:২০ এএম
নেইমার। ছবি:সংগৃহীত

নেইমার। ছবি:সংগৃহীত

চলতি আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে নেইমারকে রাখা হয়নি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ঘোষিত দলে নেইমারের অনুপস্থিতি ভক্তদের বিস্মিত করেছে এবং শুরু হয়েছে বড় বিতর্ক।

এ প্রসঙ্গে মুখ খুলেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিও। তিনি বলেন, “এটা কোনো শেষ নয়। খুব শিগগিরই নেইমার ফিরবে এবং আবারও আমাদের বিশ্বচ্যাম্পিয়ন হতে সাহায্য করবে।” তবে তিনি স্বীকার করেন, নেইমারের ফেরাটা হুট করে হবে না। রোনালদিনিওর মতে, “এটি একটি প্রক্রিয়া।”

দল থেকে বাদ পড়ার পর অনেকে ধারণা করেছিলেন, হয়তো চোটে পড়েছেন নেইমার। কিন্তু নেইমার নিজেই জানিয়েছিলেন, এটি কোচের টেকনিক্যাল সিদ্ধান্ত। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও একই কথা বলেছেন। তিনি বলেন, “নেইমার ঠিকই বলেছে। এটি কেবল টেকনিক্যাল সিদ্ধান্ত। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে। তবে তার টেকনিক্যাল মান নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা কেবল তার শারীরিক প্রস্তুতির দিকে নজর দিচ্ছি।”

রোনালদিনিও এ সময় আনচেলত্তি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “আনচেলত্তি এখনই কাজ শুরু করেছেন। আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। তিনি অত্যন্ত সফল ও অভিজ্ঞ একজন কোচ। আমি চাই তিনি ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনুন।”

২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী রোনালদিনিও ২০০৮ সালে এসি মিলানে খেলেছিলেন। সে সময় আনচেলত্তি ছিলেন তার শেষ মৌসুমে। ওই মৌসুমে রোনালদিনিও ৩৬ ম্যাচে ১০ গোল করলেও কোনো শিরোপা জিততে পারেননি।

শুধু নেইমার নয়, এবারকার দলে রাখা হয়নি ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকেও। ক্লাব বিশ্বকাপে খেলার কারণে তারা ক্লান্ত ছিলেন। তাই আনচেলত্তি তরুণদের সুযোগ দিয়েছেন। চিলির বিপক্ষে রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেলি, এস্তেভাও ও জোয়াও পেদ্রো আক্রমণে খেলেছেন। পরে বদলি হিসেবে মাঠে নেমেছেন কাইও জর্জ, লুইজ এনরিক ও রিচার্লিসন।