ভিউ ও ফলোয়ার বাড়াতে ইউটিউবের নতুন হাইপ ফিচার


ভিউ বাড়াতে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউবের নতুন হাইপ ফিচার। ছবি: সংগৃহীত
ডিজিটাল যুগে মানুষের বিনোদন ও জ্ঞানার্জনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। মন খারাপের সময় থেকে শুরু করে নতুন কিছু শেখার প্রয়োজনে— সবক্ষেত্রেই এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি মানুষের নির্ভরতার জায়গা তৈরি করেছে। সংগীত, সিনেমা, টিউটোরিয়াল, কিংবা কৃষিকাজের পরামর্শ— এককথায় সবই এখন হাতের নাগালে ইউটিউবের মাধ্যমে পাওয়া সম্ভব।
ইউটিউব শুধু বিনোদন ও শেখার ক্ষেত্রেই নয়, আয়-রোজগারের ক্ষেত্রেও এখন বিশাল সুযোগ তৈরি করেছে। লক্ষাধিক কনটেন্ট ক্রিয়েটর এই প্ল্যাটফর্মের মাধ্যমে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। ফলে তাদের সুবিধা ও আয়ের সম্ভাবনা বাড়াতে নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করছে ইউটিউব কর্তৃপক্ষ।
সম্প্রতি ইউটিউব নতুন একটি ফিচার যুক্ত করেছে, যার নাম হাইপ ফিচার। এই ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে পারবেন। প্রতিটি হাইপের জন্য নির্দিষ্ট কিছু পয়েন্ট যুক্ত হবে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে জায়গা করে দেবে। ফলে নির্মাতারা লিডারবোর্ডে এগিয়ে যেতে পারবেন। এছাড়া ভিডিওতে হাইপ করা ব্যাজ প্রদর্শিত হবে এবং ব্যবহারকারীরা আলাদা ফিল্টারের মাধ্যমে শুধুমাত্র হাইপ করা ভিডিও দেখতে পারবেন।
এই সুবিধা মূলত তাদের জন্য, যাদের অনুসারীর সংখ্যা পাঁচ লাখের কম। অর্থাৎ নতুন কনটেন্ট ক্রিয়েটররা এ ফিচারের মাধ্যমে বেশি ভিউ, ফলোয়ার এবং জনপ্রিয়তা অর্জনের সুযোগ পাবেন। যারা হাইপ করবেন, তাদেরও দেওয়া হবে হাইপ স্টার ব্যাজ, যা একটি আলাদা মর্যাদা তৈরি করবে।
ফিচারটি প্রথম চালু করা হয় গত বছর Made on YouTube ইভেন্টে। বর্তমানে এটি ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের মোট ৩৯টি দেশে চালু করা হয়েছে। ইউটিউব আশা করছে, এই উদ্যোগ নতুন ক্রিয়েটরদের জন্য একটি বড় সুযোগ হয়ে উঠবে, যা তাদের কনটেন্ট নির্মাণ ও আয়ের পথকে আরও প্রসারিত করবে।
Image Caption: ভিউ বাড়াতে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউবের নতুন হাইপ ফিচার।
Meta description: ইউটিউব যুক্ত করেছে নতুন হাইপ ফিচার, যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের ভিউ, ফলোয়ার এবং জনপ্রিয়তা বাড়াতে সহায়ক হবে। এখন দর্শকরা প্রতি সপ্তাহে তিনটি ভিডিও হাইপ করতে পারবেন।