ফোন রাতভর চার্জে রাখেন? জেনে নিন ক্ষতির ঝুঁকি


স্মার্টফোন চার্জিংয়ে ভুল অভ্যাস ও সমাধান। ছবি : সংগৃহীত
আজকের দিনে স্মার্টফোন ছাড়া জীবন কল্পনা করা কঠিন। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমরা ফোনের ওপর নির্ভরশীল। কিন্তু এই গুরুত্বপূর্ণ ডিভাইসটির যত্ন নিচ্ছি কি সঠিকভাবে? অনেকেরই অভ্যাস হলো সারা রাত ফোন চার্জে রেখে ঘুমানো। এটি দেখতে নিরীহ মনে হলেও, দীর্ঘমেয়াদে এ অভ্যাস মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে বলে সতর্ক করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত চার্জের ফলে চাপের মধ্যে পড়ে। ফোন ১০০% চার্জ হয়ে যাওয়ার পরও চার্জে যুক্ত থাকলে ব্যাটারির কর্মক্ষমতা এবং আয়ু কমে যেতে পারে। বারবার পূর্ণ চার্জে রাখলে ব্যাটারি গরম হয়ে যায়, যা ওভারহিটিং সমস্যা তৈরি করে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় বিস্ফোরণেরও সম্ভাবনা থাকে।
ফোনের ব্যাটারি রক্ষায় বিশেষজ্ঞরা কিছু সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। যেমন—৮০% চার্জ হলে চার্জার খুলে ফেলা, ২০% এর নিচে নামার আগেই চার্জ দেওয়া, ফোনের নিজস্ব চার্জার ব্যবহার করা এবং অটো চার্জিং ফিচারের ওপর নির্ভর না করে নিজে থেকেই চার্জার খুলে ফেলা।
যদিও বর্তমানে অনেক ফোনে ‘অটোমেটিক চার্জ স্টপ’ বা ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’ ফিচার রয়েছে, তবে সেগুলো সবসময় নির্ভরযোগ্য নয়। তাই সচেতনভাবে চার্জ ব্যবস্থাপনা করাই ব্যাটারি ও ফোনের স্থায়িত্ব বৃদ্ধির মূল উপায়।
প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ব্যাটারি এখনো সীমাবদ্ধ প্রযুক্তির ওপর নির্ভরশীল। অযত্নে ব্যবহার করলে ব্যাটারির পাশাপাশি পুরো ফোনের জীবনকালও কমে যেতে পারে। তাই সঠিক যত্ন ও সচেতন ব্যবহারই ফোন এবং ব্যাটারিকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে পারে।