এটিএম কার্ড ক্লোনিং থেকে নিরাপদ থাকার উপায়

প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি ডেস্ক
১৬ নভেম্বর, ২০২৫ এ ৫:৩৫ এএম
এটিএম স্কিমিং ও ক্লোনিং প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সতর্কতা সবচেয়ে বড় অস্ত্র। ছবি: সংগৃহীত

এটিএম স্কিমিং ও ক্লোনিং প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সতর্কতা সবচেয়ে বড় অস্ত্র। ছবি: সংগৃহীত

বর্তমানে এটিএম কার্ড ক্লোনিং একটি দ্রুত বিস্তারমান সাইবার অপরাধ, যার শিকার হচ্ছেন অসংখ্য সাধারণ কার্ডধারী। প্রতারকরা বিভিন্ন প্রযুক্তিগত উপায়ে ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য কপি করে ডুপ্লিকেট কার্ড তৈরি করে থাকে। পরবর্তী সময়ে কার্ডধারীর অজান্তে সেই নকল কার্ড ব্যবহার করে কেনাকাটা বা লেনদেন সম্পন্ন করা হয়। সাধারণত এই তথ্য চুরি করা হয় স্কিমার নামক যন্ত্র, অনলাইন প্রতারণা, ম্যালওয়্যার কিংবা ভুয়া পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে।

কার্ড ক্লোনিংয়ের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, জাল কার্ডটি দেখতে ও ব্যবহারে আসল কার্ডের মতোই মনে হয়। ফলে অনেক সময় ভুক্তভোগী বুঝতেই পারেন না যে তার কার্ডের তথ্য চুরি হয়েছে, যতক্ষণ না অ্যাকাউন্ট থেকে অজানা লেনদেন বা হঠাৎ টাকা কর্তনের নোটিফিকেশন পান। অপরাধীরা স্কিমিং ডিভাইস এটিএম বা পেমেন্ট টার্মিনালের সঙ্গে এমনভাবে যুক্ত করে যে তা সহজে চিহ্নিত করা যায় না।

চিপ-ভিত্তিক কার্ডের তুলনায় চৌম্বকীয় স্ট্রাইপযুক্ত কার্ড ক্লোন করা অনেক সহজ। চৌম্বকীয় স্ট্রাইপে কার্ডের তথ্য সরাসরি সংরক্ষিত থাকে, যা কপি করা সম্ভব। অন্যদিকে চিপ-ভিত্তিক কার্ড প্রতিটি লেনদেনে একটি নতুন কোড তৈরি করে, যা তথ্য চুরি ও ক্লোনিংয়ের ঝুঁকি কমিয়ে দেয়। এ কারণেই চিপ কার্ড অধিক সুরক্ষিত হিসেবে বিবেচিত।

কার্ড ক্লোনিংয়ের ক্ষেত্রে প্রতারকরা সচরাচর অনলাইন ফিশিং, এটিএম স্কিমিং, রেস্তোরাঁয় ডুপ্লিকেট সোয়াইপ বা ডিজিটাল ক্লোনিংয়ের মতো পদ্ধতি ব্যবহার করে থাকে। ভুয়া ইমেইল, ওয়েবসাইট কিংবা ফোনকলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করাও তাদের একটি প্রচলিত কৌশল। কোনো অস্বাভাবিক লেনদেন, অজানা কেনাকাটা বা ব্যালান্স কমে যাওয়ার নোটিফিকেশন পেলে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করাই হলো প্রথম পদক্ষেপ।

নিজেকে সুরক্ষিত রাখতে অনলাইন লেনদেনের সময় ভার্চুয়াল কার্ড ব্যবহার, এটিএমে সতর্কতা, লেনদেন সতর্কবার্তা (এসএমএস/ইমেল) সক্রিয় রাখা, পিন ঢেকে প্রবেশ করানো এবং চিপ-ভিত্তিক কার্ড ব্যবহার করার মতো মৌলিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জরুরি। এই অভ্যাসগুলোই কার্ড ক্লোনিং প্রতারণা থেকে আপনাকে অনেকাংশে সুরক্ষিত রাখতে পারে।