কিয়ামতের দিন ধন-সম্পদের মোহে আসক্ত ব্যক্তির ভয়াবহ পরিণতি


ছবি : সংগৃহীত
দুনিয়া ও ধন-সম্পদের মোহে মানুষ যখন ডুবে যায়, তখন সে আল্লাহ, আখিরাত ও জান্নাতের চিরস্থায়ী সুখের কথা ভুলে যায়। সাময়িক জীবনের চাকচিক্য তাদের কাছে সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইসলাম এমন মানুষকে দুনিয়াদার বলে অভিহিত করেছে।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তির ব্যাপারে সতর্ক করে বলেছেন— “অর্থের দাস ধ্বংস হোক, ধ্বংস হোক সম্পদের দাস, ধ্বংস হোক পোশাকের দাস…” (সহিহ বুখারি)। অর্থাৎ ধন-সম্পদে আসক্তি মানুষের পরিণতি ধ্বংস ছাড়া আর কিছু নয়।
এক হাদিসে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন মানুষ ভেড়ার বাচ্চার মতো অসহায় অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন— তিনি যে জীবন, স্বাস্থ্য, ধন-সম্পদ ও চাকর-বাকর দিয়েছেন, এর বিনিময়ে মানুষ কী আমল করে এসেছে।
কিন্তু সে বলবে, সে কেবল ধন-সম্পদ সঞ্চয় করেছে, বৃদ্ধি করেছে এবং আরও বেশি রেখে এসেছে। তখন সে আবেদন করবে, যেন আবার তাকে দুনিয়ায় পাঠানো হয়। কিন্তু আল্লাহ বলবেন, আগে কী নিয়ে এসেছ তা দেখাও। যখন দেখা যাবে, কোনো নেক আমল সে সামনে পাঠায়নি, তখন তাকে সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। (তিরমিজি, হাদিস: ২৪২৭)।
এই হাদিস প্রমাণ করে যে, ধন-সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি আখিরাতে মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। তাই ইসলাম দুনিয়ার মোহ থেকে দূরে থেকে সৎকাজে জীবন ব্যয় করার নির্দেশ দিয়েছে।