কেয়ামতের দিন কালিমা শাহাদাত যেভাবে আমলের পাল্লা ভারী করবে

ধর্ম ডেষ্ক
ধর্ম ডেষ্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৩:৩৯ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কেয়ামতের দিন এক ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে ডেকে নেবেন। তারপর তার জন্য ৯৯টি দপ্তর বের করা হবে। প্রতিটি দপ্তর এত দীর্ঘ হবে যে চোখ যতদূর যায়, ততদূর বিস্তৃত থাকবে।

এরপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, “তুমি কি এসব অস্বীকার কর? আমার রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা কি তোমার উপর কোনো জুলুম করেছে?” তখন লোকটি উত্তর দেবে, “না হে প্রভু।” আল্লাহ আবার বলবেন, “তাহলে তোমার কোনো ওজর বা সৎকর্ম আছে কি?” লোকটি হতবিহ্বল হয়ে বলবে, “না হে প্রভু।”

তখন আল্লাহ তাআলা বলবেন, “তোমার অবশ্যই একটি সৎকর্ম আছে, আজ তোমার উপর কোনো জুলুম হবে না।” এরপর একটি কার্ড বের করা হবে। তাতে লেখা থাকবে—

اَشْهَدُ اَنْ لاَّ اِلَهَ اِلاَّ اللهُ وَاَنَّ مُحَمَّدًا عَبْدُه وَرَسُوْلُه

উচ্চারণ: আশহাদু আন-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ (সা.) তার বান্দা ও রাসুল।

এরপর আল্লাহ বলবেন, “এটা নিয়ে এসো।” তখন লোকটি অবাক হয়ে বলবে, “হে প্রভু! ওই বিশাল দপ্তরের বিপরীতে এই কার্ডের কীই বা মূল্য আছে?” আল্লাহ তখন বলবেন, “আজ তোমার প্রতি কোনো অবিচার হবে না।”

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই সব দপ্তর একটি পাল্লায় রাখা হবে আর কার্ডটি রাখা হবে আরেক পাল্লায়। ফলস্বরূপ দপ্তরগুলো ওপরে উঠে যাবে এবং কার্ডটি ভারী হয়ে যাবে। কেননা, আল্লাহর নামের বিপরীতে কিছুই ভারী হতে পারে না।

(সূত্র: তিরমিজি, হাদিস : ২৬৩৯; ইবনে মাজাহ, হাদিস : ৪৩০০)