সিনিয়র নেতাদের বেইমানিতে সাতবার ভেঙেছে জাতীয় পার্টি- নতুন মহাসচিব শামীম হায়দার


জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীকে সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর উত্তর কমিটি। ছবি সংগৃহীত
জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সিনিয়র কিছু নেতার বেইমানির কারণেই জাতীয় পার্টি সাতবার ভেঙে গেছে। তবে তৃণমূল নেতাকর্মীরা সব সময় দলটির সঙ্গে থেকেছেন এবং কখনোই মূলধারার বাইরে যাননি।
বুধবার (৯ জুলাই) দুপুরে দলটির ঢাকা মহানগর উত্তর কমিটির পক্ষ থেকে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন শামীম হায়দার।
তিনি জানান, গত ২৫ জুন দলের জেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের সভায় তিন কো-চেয়ারম্যান—আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। নেতাকর্মীরা চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।
শামীম হায়দার আরও বলেন, জাতীয় পার্টির ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা সেদিনই নির্ধারিত হয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদেরের সততা ও স্বচ্ছতা উল্লেখ করে তিনি বলেন, তিনি পাঁচ বছর দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেও কোনো দুর্নীতির অভিযোগের মুখে পড়েননি।
তিনি বলেন, “জি এম কাদের নিজের যোগ্যতায় বড় পদে চাকরি করেছেন। যতবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সততার বলেই তিনি আবার উঠে দাঁড়িয়েছেন।”
সোমবার (৮ জুলাই) গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান জি এম কাদের তিন কো-চেয়ারম্যান ও মহাসচিবকে সকল পদ থেকে অব্যাহতি দেন। এর পরদিন, মঙ্গলবার, ওই তিনজনসহ ১৬ জন সাবেক প্রেসিডিয়াম সদস্য সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলেন যে চেয়ারম্যান কাউন্সিল করছেন না কারণ তিনি পরাজয়ের আশঙ্কা করছেন।
এই প্রসঙ্গে শামীম হায়দার বলেন, “তৃণমূলের নেতাকর্মীরাই তো কাউন্সিলে থাকবেন। তারা সবাই চেয়ারম্যানের সঙ্গে আছেন। এমনকি কাউন্সিলে জি এম কাদেরের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই।”
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন, মো. মমতাজ উদ্দীন, মইনুর রাব্বী চৌধুরী, উপদেষ্টা নুরুল আজহার, খলিলুর রহমান, মনির উদ্দিন, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, হুমায়ুন খান, প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, এবং দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. সামছুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব সুলতান আহমেদ সেলিম।
আজকের প্রথা / মে-হা