বিজয়নগরে রুমিন ফারহানার বিরুদ্ধে মশাল মিছিল

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৮:১৫ এএম
বিজয়নগর। ছবি:সংগৃহীত

বিজয়নগর। ছবি:সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে বিজয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক মানুষ মশাল মিছিল নিয়ে প্রতিবাদ জানায়।

জানা গেছে, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে নেওয়ার পক্ষে বক্তব্য রাখেন। স্থানীয়দের অভিযোগ, তিনি নির্বাচন কমিশনে মিথ্যা তথ্য উপস্থাপন করে জনমত উপেক্ষা করেছেন।

রুমিন ফারহানার জন্মস্থান এই বুধন্তী ইউনিয়নেই হওয়া সত্ত্বেও জনগণের স্বার্থের বিপক্ষে অবস্থান নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। তারা বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার উচিত ছিল জনগণের অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান জানানো। কিন্তু নিজের স্বার্থে তিনি জনমতের বিরুদ্ধে গেছেন।

প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর আলম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ঘটনায় আন্দোলনকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অন্তর্ভুক্ত করা হোক। তারা সতর্ক করে বলেন, জনমত অগ্রাহ্য করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।