বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। : ছবি সংগৃহীত
দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই আজ বুধবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় জামায়াতের পক্ষ থেকে একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।
জামায়াতে ইসলামী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে এই প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। এতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা, সুশাসন প্রতিষ্ঠা, ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহল সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রধান উপদেষ্টার এই উদ্যোগ রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।










