বিএনপির জাতীয় উদযাপন কমিটি ঘোষণা- আহ্বায়ক নজরুল, সদস্য সচিব রিজভী


ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে ‘জাতীয় উদযাপন কমিটি’ গঠন করেছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৫, দলটি তাদের প্রতিষ্ঠার ৪৭ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির এই গঠনের কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সারাদেশব্যাপী কর্মসূচি প্রণয়নের কাজ করবে এই কমিটি।
কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন—খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সায়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, শাহীন শওকত এবং অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়াও এই কমিটিতে রয়েছেন আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম ও শামা ওবায়েদ। দলের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের অন্তর্ভুক্ত করে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীকে রাজনৈতিকভাবে আরো গতিশীলভাবে উদযাপন করতে চায় বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও নানা ধরনের কর্মসূচি পালন করবে দলটি। এসব কর্মসূচির মধ্যে থাকবে আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিল ও বিএনপির রাজনৈতিক আদর্শ পুনরুদ্ধারে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম।