বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে নতুন শক্তি-ফজলুর রহমান,


ছবি : সংগৃহীত
বিএনপির উপদেষ্টার পদ থেকে সাময়িক স্থগিত থাকা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যদি বিএনপি বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয়, তবে স্বাধীনতার পক্ষে অন্য একটি রাজনৈতিক শক্তি এগিয়ে আসবে। তিনি বলেন, “বিএনপি দাঁড়ালে ভালো। আমি তো আছিই বিএনপিতে। তবে বিএনপি না দাঁড়ালে, মুক্তিযুদ্ধের পক্ষে আর আওয়ামী লীগকেও দাঁড়াতে হবে না। একটা শক্তি অবশ্যই দাঁড়াবে।”
ফজলুর রহমান সম্প্রতি এক বেসরকারি টক শোতে এই মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। তাঁর বক্তব্য, “আওয়ামী লীগ কেবল নিজেদের দখলে রাখার চেষ্টা করছে যে শুধু তাদের দলই মুক্তিযুদ্ধ করেছে। অথচ ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবের দল একা ৭১% ভোট পেয়ে জয়লাভ করেছিল। তবে ২৯% ভোট অন্য দলগুলো পেয়েছিল। এই হিসাব অনুযায়ী আওয়ামী লীগ বলবে যে আমরা একা মুক্তিযুদ্ধ করেছি, এটা ইতিহাসের ভুল ব্যাখ্যা।”
তিনি আরও বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। “যারা মুক্তিযুদ্ধ করেছিল, তারা ভারতের দালালদের সাথে ছিল। টিক্কা খান যখন ২৫ থেকে ২৮ মার্চের মধ্যে লাখ লাখ মানুষ হত্যা করেছিল, তখন গোলাম আজম তার সঙ্গে পায়ে ধরে সালাম করেছিল।” ফজলুর রহমানের বক্তব্য অনুযায়ী, ইতিহাসের এই সত্য অবমূল্যায়ন করা হয়েছে।
ফজলুর রহমান বিএনপির প্রতি আহ্বান জানান, দলের শিষ্টাচারকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, “আমি মানুষের মতো ভুল করতে পারি। কিন্তু যদি আমার বক্তৃতা কুরুচিপূর্ণ হতো, তাহলে আপনার চ্যানেলে আমাকে ডাকত না। আমি জানি না কেউ আমাকে বলেছে এই ভুল করছেন।”
তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ অক্ষুণ্ণ রাখা সকল রাজনৈতিক দলের দায়িত্ব। “মুক্তিযুদ্ধের নীতিকে সমুন্নত রাখতে না পারলে রাজনৈতিক কোনো দলই স্বাধীনতার প্রতি দায়বদ্ধ হতে পারবে না।”