নির্বাচন বয়কটকারীরা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে - সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট, ২০২৫ এ ১১:০১ এএম
গুলশান চাঁদাবাজি কাণ্ডে তদন্তের দাবি -বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

গুলশান চাঁদাবাজি কাণ্ডে তদন্তের দাবি -বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্টভাবে বলেছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বয়কটের পথে হাঁটবে, তারা জাতীয় রাজনীতি থেকে বাদ পড়ে যাবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। একই সময়ে রাজধানীর গুলশানে একটি চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত রয়েছেন কিনা, তা জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। সালাহউদ্দিনের মতে, গুলশান ঘটনার তদন্ত না হলে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন তৈরি হবে, যা এড়াতে হলে বিস্তারিত তদন্ত জরুরি।

প্রসঙ্গত, রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও বুধবার (১৩ আগস্ট) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি এক উপদেষ্টার সঙ্গে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাতের কথা উল্লেখ করেন।

এ বিষয়ে আজ জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে অপু’র স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক আদায় করা হয়েছে। এই বক্তব্য প্রকাশের পর ঘটনাটি নতুন মোড় নেয়। এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী এলাকা থেকে পলাতক জানে আলম অপুকে গ্রেফতার করেছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, চাঁদাবাজির মামলায় এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান (রিয়াদ), ইব্রাহিম হোসেন (মুন্না), সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং এক অপ্রাপ্তবয়স্ককে গ্রেফতার করা হয়েছিল। প্রাপ্তবয়স্ক চারজন বর্তমানে রিমান্ডে রয়েছেন।