নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
২৯ আগস্ট, ২০২৫ এ ৮:৪৩ এএম
মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত

মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী নির্বাচন আদৌ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি বড় প্রশ্নবোধ ও শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদের উত্থান অবশ্যম্ভাবী। শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পরিসরেও এ নিয়ে আলোচনার ঝড় বইছে।

শুক্রবার, ২৯ আগস্ট, জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশে উদারপন্থি রাজনীতিকে ধ্বংস করে উগ্রপন্থি রাজনীতিকে প্রতিষ্ঠিত করার গভীর ষড়যন্ত্র চলছে। যদি তা বাস্তবায়িত হয়, তবে দেশের জন্য তা হবে ভয়াবহ বিপর্যয়।"

তিনি আরও অভিযোগ করেন যে, বর্তমান সরকারের সংস্কার উদ্যোগকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের পেছনে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টাও রয়েছে বলে মনে করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা অবর্ণনীয় নিপীড়নের শিকার হয়েছেন। এই ত্যাগ বৃথা যেতে পারে না। আমরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না। আমাদের লক্ষ্য এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন, যেখানে সাধারণ মানুষের অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো চক্রান্ত, ষড়যন্ত্র কিংবা গুজবের পাল্টা আমরা ভালো কাজের মাধ্যমেই দিতে চাই। আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের আস্থা অর্জন করে নৈতিক ও জনপ্রিয় শক্তির মাধ্যমে ক্ষমতায় আসা।”