‘দায় চাপানোর রাজনীতি’ করছে ছাত্রদল বলেন শিবির নেতা ফরহাদ


সংবাদ সম্মেলনে শিবির নেতা ফরহাদ। ছবি:সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ অভিযোগ করেছেন, দেশব্যাপী ধর্ষণ, চাঁদাবাজি এবং অন্তর্কোন্দলের ঘটনাগুলো ঢাকতে ছাত্রদল এখন দায় চাপানোর রাজনীতিতে লিপ্ত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরহাদ এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী আবু সাদিক, এজিএস প্রার্থী মহিউদ্দিন খান এবং প্যানেলের অন্যান্য সদস্যবৃন্দ।
ফরহাদ বলেন, ছাত্রদল এখন ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ জাতীয় উসকানিমূলক স্লোগান ব্যবহার করছে, যা অতীতে ছাত্রলীগের বৈশিষ্ট্য ছিল। তিনি দাবি করেন, ছাত্রদল বর্তমানে আওয়ামী লীগের অতীতের নৃশংস কৌশল অনুসরণ করতে চাইছে এবং এটি অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৩০টি ধর্ষণের মামলার বিচার চলছে। এসব অপরাধ ধামাচাপা দিতে না পেরে তারা এখন শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং দায় চাপানোর মাধ্যমে নিজেদের অপরাধ আড়াল করতে চাইছে।
সম্প্রতি ইসলামী ছাত্রশিবিরের নেতা পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আলী হুসেন, ডাকসু নির্বাচনে এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জকারী একজন রিটকারীর বিরুদ্ধে ‘গণধর্ষণের’ হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। তবে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আলী হুসেন তাঁদের কেউ নন এবং তিনি তিনটি বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী ফাহমিদা আলমের সঙ্গেও সম্পৃক্ত নন।
শিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়ে এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ফরহাদ জানান, আলী হুসেনের ফেসবুক অ্যাকাউন্টে ছাত্রদলের প্রতি সমর্থনমূলক পোস্ট রয়েছে, যা প্রমাণ করে তার প্রকৃত রাজনৈতিক পরিচয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস এবং ডাকসু রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফরহাদ বলেন, আলী হুসেনকে ‘শিবির নেতা’ বানিয়ে প্রচার চালানো একটি পরিকল্পিত অপপ্রচার এবং এটি ছাত্রদলের ‘রাজনৈতিক দেউলিয়াত্বের’ পরিচায়ক।
সংবাদ সম্মেলনে ফরহাদ আরও অভিযোগ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন ভাঙচুরের ঘটনার সঙ্গে ছাত্রদলের সরাসরি যোগসূত্র রয়েছে। এসব ঘটনার মাধ্যমে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।