এনসিপির জুলাই পদযাত্রা

টাঙ্গাইলে ভাসানীর কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম

টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
টাঙ্গাইল (জেলা) প্রতিনিধি
২৯ জুলাই, ২০২৫ এ ৪:২৬ এএম
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন নাহিদ ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দ ছবি: ফাইল

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন নাহিদ ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দ ছবি: ফাইল

বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা ও ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনের পথপ্রদর্শক মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন নাহিদ ইসলাম ও এনসিপির নেতৃবৃন্দ।

রোববার, ১৪ জুলাই দুপুরে টাঙ্গাইলের সন্তোষে পৌঁছে তাঁরা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তাঁরা মরহুম নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

নাহিদ ইসলাম এবং জাতীয় গণতান্ত্রিক দল (এনসিপি)-এর নেতারা বলেন, “মাওলানা ভাসানীর সংগ্রামী চেতনা আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমরা তাঁর পদাঙ্ক অনুসরণ করে শোষণ ও দখলবিরোধী রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।”

জুলাই মাসব্যাপী জাতীয় পদযাত্রার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। দলটি দেশের বিভিন্ন জেলা ঘুরে দেশের স্বার্থরক্ষায় গণসংহতি গড়ে তুলতে কাজ করছে।