জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে মুফতি ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট, ২০২৫ এ ৯:১৫ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি গত বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি থাকা জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

উল্লেখ্য, গত শনিবার সকালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁকে সহকারী চিকিৎসকের সঙ্গে হেঁটে বেড়াতেও দেখা গেছে, যা তাঁর সুস্থতার ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে।

এদিকে জামায়াত আমির দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎ অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন মহলে আলোচনায় এসেছে, ইসলামী রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দ্য ও সম্পর্ক রক্ষার এধরনের প্রয়াস গণতন্ত্র এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।