জাতীয় সংসদে পিআর পদ্ধতি চালুর আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৫ এ ৩:২৬ এএম
জামায়াত। ছবি : সংগৃহীত

জামায়াত। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ ঘোষণা দেন।

তাহের জানান, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে এবং আংশিক ঐকমত্যও হয়েছে। তবে জামায়াতের দাবি, এই পদ্ধতি শুধুমাত্র উচ্চকক্ষে নয়, নিম্নকক্ষেও প্রযোজ্য হতে হবে। তিনি বলেন, “আমরা এই দাবিকে কেন্দ্র করে আন্দোলনে যাব। গত ৫৪ বছরের নির্বাচনী অভিজ্ঞতায় দেখা গেছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হয়নি।”

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তাহের বলেন, জামায়াতে ইসলামী সবসময়ই নির্বাচনের পক্ষে। নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে ভোট হলে তাদের কোনো আপত্তি নেই। তিনি আরও জানান, “আমরা আগে থেকেই বলে আসছি, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসে হতে পারে।”

তাহের অভিযোগ করে বলেন, গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা জনগণকে আস্থাহীন করে তুলেছে। এ কারণে সরকারকে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, “নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকে।”

সিইসির প্রতি আস্থা প্রকাশ করে তাহের বলেন, “সিইসি আমাদের জানিয়েছেন তিনি আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করবেন। আমরা তার ওপর আস্থা রাখতে চাই।” তবে তিনি সতর্ক করে দেন, “বাংলাদেশের মানুষ আর কোনো একতরফা নির্বাচন দেখতে চায় না। যদি তা আবার ঘটে, জনগণ রাস্তায় নামবে। দখলদার নির্বাচনের দিন শেষ—জনগণ সেটি মেনে নেবে না।