"জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, ‘বাংলা ব্লকেড’ ঘোষণা যুবশক্তির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৫ এ ১১:৩৪ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী ১৬ মে। রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউতে শুক্রবার বিকেল ৩টায় এক বৃহৎ কর্মসূচির মাধ্যমে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, “জাতীয় যুবশক্তি হবে দেশের চলমান সহিংসতা, চাঁদাবাজি ও দলীয় আধিপত্যে ভরপুর গতানুগতিক যুব সংগঠনের একটি শক্তিশালী বিকল্প। এটি তরুণদের প্রকৃত সমস্যা—বেকারত্ব, অর্থনৈতিক বঞ্চনা, নীতিনির্ধারণে অনুপস্থিতি—এই জায়গাগুলোতে কাজ করবে।”

তিনি বলেন, “আমরা পুরনো রাজনৈতিক খেলায় বিশ্বাস করি না। জাতীয় যুবশক্তি হবে বাংলাদেশের পুনর্গঠনে একটি মাইলফলক। যেভাবে গণতান্ত্রিক ছাত্রশক্তি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছে, সেভাবেই যুবশক্তি কাজ করবে ভবিষ্যতের জন্য।”

এ সময় তরুণদের হতাশা ও বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমাদের তরুণদের অর্থনীতি, ঋণব্যবস্থা বা নীতিনির্ধারণী পর্যায়ে কোনো অংশগ্রহণ নেই। এই কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই জাতীয় যুবশক্তির জন্ম।”

সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা, এনসিপির যুগ্ম সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, “আমরা দেশের যুবসমাজকে সংগঠিত করতে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বাস্তব সমস্যা ও সম্ভাবনার ওপর ভিত্তি করে কার্যকর কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

সংগঠনের প্রাথমিক কমিটি ইতোমধ্যেই খসড়া আকারে প্রস্তুত করা হয়েছে। এতে নারী ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান) অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জাহেদুল ইসলাম (সঞ্চালক), জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আজকের প্রথা/এআর