গুমের শিকার পরিবারের কষ্ট শুনে কাঁদলেন বিএনপি চেয়ারম্যান

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৬ এ ৫:২৪ পিএম
গুম হওয়া পরিবারের সদস্যদের বক্তব্য শুনে আবেগাপ্লুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

গুম হওয়া পরিবারের সদস্যদের বক্তব্য শুনে আবেগাপ্লুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হৃদয়বিদারক আর্তনাদ শুনে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের কথা শুনে মঞ্চেই কেঁদে ফেলেন তিনি।

সভায় গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা তাদের না-পাওয়া প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি তুলে ধরেন। কেউ স্বামী হারানোর যন্ত্রণার কথা বলেন, কেউ বাবাহীন জীবনের দুঃসহ বাস্তবতার কথা জানান। অনেকেই তারেক রহমানকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুমের শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। সভার পরিবেশ শুরু থেকেই ছিল আবেগঘন ও ভারাক্রান্ত।

গুম হওয়া এক ব্যক্তির কন্যা শাফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বয়স ছিল মাত্র দুই মাস, যখন আমার বাবাকে গুম করা হয়। এখন আমার বয়স ১৩ বছর। বাবার মুখ আমি কখনো দেখিনি। বাবার ছবি হাতে নিয়ে অনেক জায়গায় গেছি, কোনো খোঁজ পাইনি। আমাদের শুধু একটাই দাবি—আমরা আমাদের বাবাকে ফেরত চাই।”

আরেক ভুক্তভোগী পরিবারের সদস্য, গুম হওয়া পারভেজের ছেলে রাতুল বলেন, “আমার বাবা ও বাবার চাচাকে একসঙ্গে তুলে নিয়ে যায় র‍্যাব। ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পড়েছে, আজও কোনো সন্ধান নেই। ১৩ বছর ধরে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি।”

এ ধরনের একের পর এক বেদনাদায়ক বক্তব্য শুনে একপর্যায়ে মঞ্চে বসেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত অনেকেই তখন আবেগ সংবরণ করতে পারেননি।

ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা গুম হওয়া স্বজনদের ফিরে পাওয়ার পাশাপাশি দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা জানান, তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল তারেক রহমানকে কাছ থেকে দেখে নিজের কষ্টের কথা সরাসরি জানানো। এ সময় কয়েকজনকে মঞ্চে নিয়ে গেলে তারেক রহমান তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং সান্ত্বনা দেন।