গণহত্যার বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব - ড. হেলাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৫ এ ৩:২৭ এএম
গণঅভ্যুত্থানের ত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না: ড. হেলাল । ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের ত্যাগ ব্যর্থ হতে দেওয়া যাবে না: ড. হেলাল । ছবি : সংগৃহীত

গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর একটি সম্মেলন কেন্দ্রে পল্টন থানা জামায়াতের রোকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গণহত্যাকারীদের বিচারের আওতায় না আনলে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আহত ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিচার নিশ্চিত করা জরুরি। ন্যায়বিচার না হলে জনগণ কোনো নির্বাচনই মেনে নেবে না। সভায় সভাপতিত্ব করেন পল্টন থানা জামায়াতের আমীর শাহিন আহমেদ খান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলাম। ড. হেলাল বলেন, আজকের সমাবেশ আমরা কোনো ভয়-শঙ্কা ছাড়াই করতে পারছি। এর আগে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, এমনকি গ্রেপ্তারও হতে হয়েছে। কিন্তু ছাত্রদের গণঅভ্যুত্থান এই পরিবেশ পরিবর্তন করেছে।

তিনি বলেন, আহত ছাত্রদের ত্যাগ জাতি কোনোদিন ভুলতে পারবে না। হাসপাতালে এক তরুণকে দেখেছি, যার একটি হাত নেই। তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিয়েছেন—‘আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন হয়েছে, তাই ভালো আছি।’ এ রকম ত্যাগ দেশের জন্য নতুন প্রেরণা।

ড. হেলাল আরও উল্লেখ করেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, ফলে নির্বাচনও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি দাবি করেন, সরকার যদি স্থানীয় নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে পারত—অবস্থার মধ্যেও নির্বাচন সম্ভব, তবে জাতীয় নির্বাচনেও আস্থা তৈরি হতো। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রকে পূর্ণাঙ্গ সনদে রূপ দিতে হবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলেই নির্বাচনের সঠিক ভিত্তি তৈরি হবে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। দেশে নির্বাচন হবে অথচ তারা অংশ নেবে না—এটা হতে পারে না। ইসলামপন্থী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই তাদের বাধা দিতে পারবে না।