যমুনা ভবনে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা বার্তা জানালেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক
রাজনীতি ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৬ এ ৪:১৫ পিএম
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান।ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানালেন তারেক রহমান।ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ফুলের তোড়া পৌঁছে দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এই ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সম্পর্ক বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনপির সংসদ সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমানের পক্ষ থেকে ফুলের তোড়াটি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হয়। এতে দলের শীর্ষ পর্যায়ের শুভেচ্ছা ও সম্মান প্রকাশ পেয়েছে।

তিনি আরও জানান, এ সময় স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও বিএনপির একাধিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। পুরো আয়োজনটি ছিল সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। সেই বৈঠকে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

দেশে প্রত্যাবর্তনের পর এটিই ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম পারিবারিক সাক্ষাৎ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সৌজন্য বিনিময় জাতীয় রাজনীতিতে সৌহার্দ্য ও সংলাপের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।