সুদানে গণহত্যা নিয়ে প্রতিবাদ শায়খ আহমাদুল্লাহর

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২ নভেম্বর, ২০২৫ এ ৭:১২ এএম
শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে চলমান গণহত্যা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সুদানের ভয়াবহ মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লিখেছেন, বিশ্ব বর্তমানে যে বৃহত্তম মানবিক সংকটের মুখোমুখি, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে সুদান। মাত্র তিন দিনের ব্যবধানে সেখানে দেড় হাজারেরও বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। নিহতদের মধ্যে প্রায় পাঁচশ রোগী ও তাদের স্বজনও রয়েছে, যাদের প্রাণহানি ঘটেছে হাসপাতালের ভেতরেই।

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। সন্ত্রাসী হামলা ও সহিংসতার আশঙ্কায় দেশটির প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। মানবিক সহায়তার প্রয়োজনীয়তা চরম আকার ধারণ করলেও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা দৃশ্যমান নয়।

শায়খ আহমাদুল্লাহ প্রশ্ন তুলে বলেন, এত বড় বিপর্যয়ের পরও মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকায় স্পষ্ট উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে সচেতন মানুষের মনে নানামুখী প্রশ্ন তৈরি হচ্ছে। শান্তিরক্ষা বাহিনী কি কেবল নামমাত্র উপস্থিতি দেখাচ্ছে, নাকি তাদের প্রকৃত উদ্দেশ্য অন্য কিছু?

তিনি আরও বলেন, যদি এই একই ঘটনা কোনো উন্নত দেশে ঘটত, বিশ্বব্যাপী বড় ধরনের আলোড়ন সৃষ্টি হতো এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার পেত। কিন্তু সুদান কি শুধু দরিদ্র ও মুসলিম দেশ বলেই এই অবহেলার শিকার? প্রশ্ন রেখে তিনি বিশ্ববাসীর বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান।