৫ আগস্ট চালু হচ্ছে - জুলাই স্মৃতি জাদুঘর

৯৯ বছরের লিজে গণভবন পেল সংস্কৃতি মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৫ এ ৩:০৫ এএম
জাদুঘরে রূপ নিচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন। ছবি : সংগৃহীত

জাদুঘরে রূপ নিচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন। ছবি : সংগৃহীত

৯৯ বছরের জন্য ১৭ একর জমিসহ ঐতিহাসিক গণভবন সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুকূলে হস্তান্তর করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে। গত ২২ জুলাই অফিসে লিজ দলিল রেজিস্ট্রি করা হয়।

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার লক্ষ্যে এই জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থান হিসেবে ব্যবহৃত গণভবনকে ইতোমধ্যে সরকার জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এতে থাকবে ২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের নানা স্মারক, শহীদদের ব্যবহৃত জিনিসপত্র ও ঐতিহাসিক দলিলপত্র।

সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে ১১১ কোটি টাকার বাজেট নির্ধারণ করে এবং দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়েছে। বরাদ্দপ্রাপ্ত জমির পরিমাণ ১৭.৪৬৭৯ একর এবং এতে কোনো মূল্য নির্ধারিত না থাকলেও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রতি বছর ৩ হাজার টাকা খাজনা দিতে হবে।

এই জাদুঘর উদ্বোধন হবে আগামী ৫ আগস্ট। সূত্র জানিয়েছে, এটি হবে এমন একটি জাদুঘর, যেখানে দর্শনার্থীরা চোখে দেখতে পাবেন ইতিহাস—জুলাই বিপ্লব, ছাত্র জনতার আত্মত্যাগ এবং একনায়কত্বের অবসানের সাক্ষ্যবহনকারী উপকরণসমূহ।

জাদুঘরের মাধ্যমে জনগণ জানতে পারবে স্বাধীনতার পর ১৬ বছর ধরে আওয়ামী লীগের শাসন কীভাবে দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছিল এবং কীভাবে জনগণের অভ্যুত্থানে সেই শাসনের অবসান হয়।