সেনাপ্রধানের নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টে বিভ্রান্তি


সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এসব প্রোফাইল থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ আগস্ট) এক সরকারি বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়ে সতর্কবার্তা জারি করেছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধানের কোনো ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল কিংবা অন্য কোনো সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এমন কোনো অ্যাকাউন্ট খোলার বা পরিচালনার পরিকল্পনা নেই। ফলে তাঁর নামে পরিচালিত সব ধরনের অ্যাকাউন্ট সম্পূর্ণ ভুয়া।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সেনাপ্রধানের নামে খোলা এসব ভুয়া প্রোফাইল থেকে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যমূলক। এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এই ধরনের মিথ্যা তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিভ্রান্তিমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানটি জনগণকে ভুয়া অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
প্রশাসন ও নিরাপত্তা বাহিনী বিশ্বাসযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র সরকারি মাধ্যম অনুসরণ করার পরামর্শ দিয়েছে এবং ভুয়া প্রোফাইল শনাক্তে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।