শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্টের চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:০০ এএম
শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি:সংগৃহীত

শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি:সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলার তদন্ত কর্মকর্তা এই চিঠি প্রেরণ করেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ন্যায়বিচারের স্বার্থে তাদের অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনতে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। সে অনুযায়ী আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা কামনা করা হয়েছে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে প্লট বরাদ্দ নেন। এই বরাদ্দের বিষয়ে ২০২৪ সালের ডিসেম্বর মাসে অনুসন্ধান কার্যক্রম শুরু করে দুদক। তদন্তে প্রাথমিকভাবে জালিয়াতির প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি।

মামলার অগ্রগতি সম্পর্কে দুদকের এক কর্মকর্তা জানান, আসামিরা দেশে না থাকায় তদন্ত ও বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তাই তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নজর কেড়েছে বলে সূত্র জানায়।

এদিকে রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষমতাসীন মহলের পক্ষ থেকে এ পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হলেও তদন্ত কর্মকর্তারা বলছেন, সবকিছু আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হচ্ছে।