রাজধানী ও বিভিন্ন জেলায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ১১:৩২ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এ ভূমিকম্প আঘাত হানে। হঠাৎ কম্পন টের পেয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশের ভেতরে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। কম্পন শুধু বাংলাদেশেই নয়, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও অনুভূত হয়েছে। এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে একই সঙ্গে ভূমিকম্প অনুভূত হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্বল ভবনে বসবাসকারীরা বিশেষভাবে আতঙ্কিত হয়ে পড়েন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা মাঝারি হলেও এর প্রভাব বৃহৎ এলাকায় ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ভূমিকম্প ভূতাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলের জন্য সতর্কবার্তা হতে পারে।

বিশেষজ্ঞরা ভবিষ্যতে সম্ভাব্য বড় ধরনের ঝুঁকি এড়াতে ভূমিকম্প সহনশীল স্থাপনা নির্মাণ এবং নিয়মিত সচেতনতা কর্মসূচির ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।