নিখোঁজ স্বজন, সন্দেহে তদন্ত পুলিশের

ময়মনসিংহের ভালুকায় মা ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৪ জুলাই, ২০২৫ এ ৩:৪৮ পিএম
ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত‍্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি । ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় দুই শিশুসহ মাকে গলা কেটে হত‍্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি । ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নির্মমভাবে খুন হয়েছেন এক নারী ও তাঁর দুই সন্তান। গলা কাটা অবস্থায় আজ সোমবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—ময়না বেগম (২৫), তাঁর সাত বছরের মেয়ে রাইসা আক্তার ও দুই বছরের ছেলে মো. নিরব।

নিহতদের স্বামী রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

রফিকুল জানান, রোববার রাতের শিফটে কাজ শেষে সোমবার সকালে বাসায় ফিরে তিনি দেখেন বাইরে থেকে দরজায় তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীর ও দুই সন্তানের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে, কারণ নিহতদের পাশের কক্ষে থাকতেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম, যিনি ঘটনার পর থেকে নিখোঁজ। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পুলিশ তাঁকে খুঁজছে এবং হত্যাকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে কিনা, সে দিকেও তদন্ত চলছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বলেন, “এটি অত্যন্ত নিষ্ঠুর ও বেদনাদায়ক ঘটনা। কারা বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি।”

আজকের প্রথা/ইতি