নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ সম্ভব নয় - বুলু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৫ এ ৪:৪২ এএম
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা ছাড়া এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। শনিবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে বুলু বলেন, সংস্কারের নাম করে কিছু রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করতে চাইছে। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে না। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও হত্যাযজ্ঞ বন্ধ করাও সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উচিত খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করে তাঁর প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা। বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে প্রায় ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে এ অর্থ ফেরত আনার পদক্ষেপ নেওয়া হবে। এজন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এছাড়া কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনসহ জেলা, মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই সম্মেলনে নেতারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে একটি নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। তাঁরা আশা প্রকাশ করেন, একটি নির্বাচিত সরকারই দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হবে।