ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্পে স্বল্প কম্পন অনুভূত


ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত : ছবি সংগৃহীত
ঢাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দারা স্বল্পমাত্রার এই কম্পন টের পান। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার, আর রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয় ৪.১।
রাজধানীর কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ভোরের দিকে হঠাৎ মৃদু দুলুনির মতো অনুভূত হয়। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রাশেদ হোসেন বলেন, “এক সেকেন্ডের মতো ফ্লোর কেঁপে উঠেছিল। প্রথমে মনে হলো ভারী কিছু নেমেছে, পরে বুঝলাম ভূমিকম্প।”
বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমাত্রার এই কম্পন দেশের ভূতাত্ত্বিক অবস্থানের কারণেই সময় সময়ে অনুভূত হয়। ভূমিকম্প গবেষকরা সতর্ক করে বলেন, এ ধরনের কম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস নয়, তবে নিয়মিত মনিটরিং জরুরি।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া এবং চট্টগ্রামের কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা হালকা দুলুনি অনুভব করে বাড়ি থেকে বের হয়ে আসেন।
বর্তমানে ভূমিকম্পজনিত ঝুঁকি নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।








