খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সরকারি ছুটি ঘোষণা

জাতীয় ডেস্ক
জাতীয় ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫ এ ৪:২৬ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সরকারি ছুটি ঘোষণা। ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সরকারি ছুটি ঘোষণা। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের পক্ষ থেকে আগামীকাল এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ৩১ ডিসেম্বর একদিন সরকারি ছুটি ঘোষণা করেছে। ছুটিকালীন সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পরিষেবাগুলো যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল ও চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও জরুরি চিকিৎসা কর্মীও এ ছুটির বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক ও আদালতের কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এবং সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। তবে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় এদিন ব্যাংক বন্ধ থাকবে।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রয়াণের সংবাদ নিশ্চিত করেছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বেগম খালেদা জিয়াকে আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হবে। এরপর তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

Image Caption: রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার শেষকৃত্য আয়োজন।

Meta Description: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জরুরি সেবা ও হাসপাতাল এ ছুটির বাইরে থাকবে।